যেকোনো মহা সংকটে নিজেকে কী ভাবে সামলে তুলবেন??

যেকোনো মহা সংকটে নিজেকে কী ভাবে সামলে তুলবেন??

জীবন কখনোই থেমে থাকে না। জীবন গতিময়। এই গতিময় জীবন যেন কখনোই থেমে না যায় মহা সংকটে তাই করতে হবে আপনাকে পরিকল্পনা। একটা সুন্দর অর্থনৈতিক আর সামাজিক পরিকল্পনা হতে পারে সংকটময় দিনের সঙ্গী।

দ্রব্য-মূল্যের এই প্রতিযোগিতায় পরিকল্পনা আপনাকে সাশ্রয়ী করে তুলতে পারে। যেমন: আপনার চাকরির মাসিক বেতন যা তা দিয়ে আপনাকে চলতে হচ্ছে কষ্ট করে। কেননা, আপনার বেতন বৃদ্ধি হয় নি। ফলে, টানাপোড়েন করে চলতে হয়। জীবন ও পরিবাবের সদস্যদের জন্য কষ্টহীন জীবন গড়তে আপনাকে করতে হবে পরিকল্পনা। পরিবারের খাওয়া, ওষুধ ও যাতায়াত খরচ বাবদ কত খরচ হচ্ছে তা নিয়ে একটা চ্যাট করুন। এই চ্যাট আপনাকে মিতব্যয়ী করে যেমন তুলবে তেমনি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলবে। 

 জীবনের পথচলা তে কীভাবে পরিকল্পনা করে সংকটময় দিন পার করবেন তা জানতে   রেজিস্ট্রেশন করুন নিচের লিংক থেকে???


Job career:www.

Business career:www.

Health support:www.