একটি নেতিবাচক মন কখনই আপনাকে ইতিবাচক জীবন দেবে না।

একটি নেতিবাচক মন কখনই আপনাকে ইতিবাচক জীবন দেবে না।

আপনার জীবনের সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সবার আগে কিসে গুরুত্ব দিচ্ছেন ইতিবাচক দিক না নেতিবাচক দিক কে। আমাদের সবার ক্ষেত্রে যে ঘটে তা হচ্ছে নেতিবাচক মনমানসিকতা। যেমন:ধরুন আপনি একটা অনলাইন বিজনেস করবেন কিন্তু আপনার যোগ্যতা অনেক। এই ক্ষেত্রে যা আপনার মনে সবার আগে আসবে তা হচ্ছে লোকে কিভাবে আমাকে নিবে? লোকে বলবে এত ছোট কাজ কেন করছ? তুমি তো এত এত পড়াশোনা করলে শেষে এই কাজ? এমন নেতিবাচক মন আপনার ভিতর থেকে ইতিবাচক চিন্তা কে দূর করে দিবে। এই নেতিবাচক মন আপনার ভিতর থেকে আপনার গুণ কে নষ্ট করে দিবে। যদি কাজ করার আগে ভেবে নেন লোকে যা ইচ্ছা তাই বলুক। আমার যোগ্যতা আছে আমি জানি তবে আমি এই কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছি তাই করব। এমন চিন্তা যদি আমাদের সবার মাঝে থাকে তাহলে দেখবেন কত পরিবর্তন হয়েছে সব কিছু। কিন্তু না, নিজের নেতিবাচক মন আর পরিবারের নেতিবাচক ভাবনা আপনাকে ঠেলে দিচ্ছে একটা দাসত্বময় বেড়াজালে। যেখানে আপনি ইচ্ছেমত কিছু চাইলে করতে পারবেন না। 

প্রিয় পাঠক, 

এমন যদি হয় নিজের মত কিছু করার জন্য নেতিবাচক মনের ভাবনা কে দূর করার জন্য প্রয়োজন একটা প্রশিক্ষণ। একটা প্রশিক্ষণ পারে আপনার ভিতরের সব মন্দ দিক কে অন্ধকারে ঠেলে দিয়ে আলোর পথে নিয়ে যেতে। আমার মনে হয় এটা মোটেও মন্দ কোন কাজ নয়। একটা সুন্দর ট্রেনিং যদি আপনার ইতিবাচক মন মানসিকতা বৃদ্ধি করে আপনাকে প্রতিষ্ঠিত করে তাহলে তাই করুন। ট্রেনিং করার জন্য যোগাযোগ করুন নিচের লিংক থেকে➡➡➡