দাসত্ব যখন অভ্যাসে পরিণত হয় তখন সে তার নিজের শক্তি ভুলে যায়

দাসত্ব যখন অভ্যাসে পরিণত হয় তখন সে তার নিজের শক্তি ভুলে যায়

প্রিয় পাঠকবৃন্দ,

নিজেকে নিয়ে ভাবুন ?। কীসের মত থাকতে চান? মুক্ত আকাশের পাখির মত ইচ্ছে ডানা মেলে জীবন কে সাজাবেন নাকি খাঁচায় বন্দী কোন পাখির মত ?????? 

একবার চোখ বন্ধু করুন। আর কল্পনা করুন আপনি খোলা আকাশের মুক্ত পাখি মত। মুক্ত পাখি যেমন যখন ইচ্ছা হলে আহারে বের হয়, ইচ্ছে মত নিজের সবকিছু গুছিয়ে রাখে আর ইচ্ছা মত নিজের সিদ্ধান্ত নেয়। নেই কোন চাপ বা ভাবনা। 

ভেবে দেখুন তো, আপনি যে চাকরি করছেন সেখানে আপনাকে কি করতে হচ্ছে? দিনে কত ঘন্টা পরিশ্রম করছেন? কত পরিশ্রম করেও নিজের নাম পাচ্ছেন না। এরপর বাসায় এসে পরিবার পরিজন কে সময় দিতে পাচ্ছেন না। চিন্তা করে বলুন, অফিসে যত সময় দিচ্ছেন তার জন্য আপনার যোগ্যতা অনেক। কিন্তু আপনি কিছু করতে পাচ্ছেন না। এমন হচ্ছে কারণ, আপনি বন্দী পাখির মত হয়ে গেছেন। বন্দী পাখি যেমন বন্দী থাকতে থাকতে এমন অবস্থা হয়ে গেছে যে সে উড়তে ভুলে গেছে। ভুলে গেছে কীভাবে আহার যোগাড় করতে হয়। কীভাবে এই সুন্দর পৃথিবী তে সুন্দর ভাবে বেঁচে থাকা যায় দাসত্বের তোকমা ছাড়া। 

আপনার ভিতরেও আছে হাজারও গুণ। কিন্তু, আপনি কাজে লাগাতে পাচ্ছেন না শুধু দাসত্বের তোকমার জন্য। এই দাসত্বে ভুলে গেছেন নিজের ভিতরের শক্তিটার কথা। নিজের অদম্য সাহসের কথা। 

কখনো যেন দাসত্বে নিজের শক্তি না হারিয়ে যায় তাই আপনাকে বের হতে এই দাসত্ব থেকে। নিজেকে কীভাবে এই দাসত্ব থেকে বের করবেন তা জানতে আমাদের লিংকে যোগাযোগ করুন???