পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই, কিন্তু পিছনে দাঁড়িয়ে সমালোচনা করার লোক আছে।

পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই, কিন্তু পিছনে দাঁড়িয়ে সমালোচনা করার লোক আছে।

প্রিয় পাঠক, 

আমরা অনেকেই কম বেশি সমালোচনার সম্মুখীন হই। এই সমালোচনা করা ব্যক্তি কখনোই  পাশে ছিল না কোন বিপদে। আপনি যখন কোন প্রয়োজনে আপনার পরিচিত কারো কাছে সাহায্য চেয়েছিলেন মনে করে দেখেন আপনি তার সাহায্য পেয়েছিলেন না পেয়েছেন একগাদা সমালোচনা। 

সমালোচনা করা ব্যক্তি বড়ই ভয়ংকর। তারা কখনোই চাইবে না আপনি সফল হোন। তারা চাইবে না আপনি ভিতর থেকে শক্তি সঞ্চয় করে আগামীর পথে এগিয়ে যান। তারা সবসময় আপনাকে থামিয়ে দিতে চাইবে। উদাহরণস্বরূপ:আপনি যদি নারী হয়ে থাকেন তাহলে আপনি বেশি সমালোচিত হচ্ছেন। আপনি যদি চাকরি করেন আর যদি সন্ধ্যার পর বাসায় ফেরেন তাহলে দেখবেন কত সমালোচনা করছেন আপনার পিছনের প্রিয় ব্যক্তিরা। আপনি শুনতে পারবেন, মেয়ে হয়ে কি এমন কাজ যে রাতে ফিরতে হবে? এমন কাজ না করলে হয় না? মেয়ের এত টাকা দিয়ে কি হবে? এই সমালোচনা গুলো আপনার শক্তি হারিয়ে ফেলে আপনাকে একাকিত্ব করে দিবে। আপনার ভিতরের একটা উজ্জ্বল ভবিষ্যৎ কে দুমড়ে মুচড়ে দিয়ে আপনা কে শক্তি হারা করে তুলবে। 

প্রিয় পাঠক, 

এই সমালোচনা কে আপনি শক্তি তে তৈরি করে কাজে লাগাতে পারেন আপনার জীবনে। কীভাবে সমালোচনা কে কাজে লাগিয়ে সফল হতে পারবেন তা জানতে আমাদের ট্রেনিং এ জয়েন হতে পারেন। ট্রেনিং করে এগিয়ে নিয়ে যান নিজ উদ্যোগের স্বপ্ন কে। ট্রেনিং লিংক?